জুলাই মাসের (২০২৩) গুরুত্বপূর্ণ তথ্যাবলি

জুলাই মাসের গুরুত্বপূর্ণ তথ্যাবলি:

  • বগুড়ার দই, চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আম, সিলেটের শীতলপাটি ভৌগোলিক নির্দেশক (GI) পণ্যের স্বীকৃতি পায়।
  • এশিয়া উন্নয়ন ব্যাংক (ADB) এর প্রথম বাংলাদেশী ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ পান ফাতিমা ইয়াসমিন।
  • দেশের প্রথম AI নিউজ প্রেজেন্টার এর নাম “অপরাজিতা” ।
  • বৈশ্বিক সুদহার নির্ধারণের নতুন মানদন্ড “সোফর” এর আনুষ্ঠানিক কার্যক্রম শুরু।
  • পদ্মা সেতুতে পরীক্ষামূলকভাবে ইলেকট্রনিক টোল কালেকশন (ETC) কার্যক্রম চালু।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জ্ঞানকোষ “মুজিবপিডিয়া”র মোড়ক উন্মোচন করেন।
  • বাংলাদেশ ও ভারতের মধ্যে রুপিতে লেনদেন শুরু। 
  • ঢাকার খিলগাঁওয়ে দেশের বৃহত্তম পয়:শোধনাগার কেন্দ্র উদ্বোধন। 
  • সার্কের ১৫ তম মহাসচিব হিসেবে নিয়োগ পান বাংলাদেশের গোলাম সারওয়ার। 
  • বাংলাদেশ নৌবাহিনীর প্রধান(১৭ তম) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ নাজমুল হাসান।
  • প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় নাবিক প্রশিক্ষণ ও এভিয়েশন সুবিধা সংবলিত ঘাঁটি বানৌজা শের-ই-বাংলা’র কমিশনিং করেন।
  • ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ISRO) চন্দ্রযান- ০৩ উৎক্ষেপণ করে। 
  • জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সদর দপ্তরে(FAO) “বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিব কক্ষ” উদ্বোধন করা হয়।
  • বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে “বঙ্গবন্ধু স্মারক স্তম্ভ” উদ্বোধন করা হয়।

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যাবলি:

  • ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপ অনুযায়ী উচ্চ দারিদ্র্যের হারে শীর্ষ বিভাগ বরিশাল এবং সবচেয়ে কম দারিদ্র্যের হার খুলনায় ।
  • ২০২৩ সালের জরিপ অনুযায়ী দেশে প্রায়োগিক স্বাক্ষরতার হার ৬২.৯২% ।
  • ২০২২-২৩ অর্থ বছরে দেশের গড় মূল্যস্ফীতি ৯.০২%। 
  • ২০২-২৩ অর্থবছরে শীর্ষ রপ্তানি খাত হচ্ছে তৈরি পোশাক।
  • ২০২২ সালে বাংলাদেশের বিনিয়োগে শীর্ষ দেশ যুক্তরাজ্য। 
  • বিশ্বের বৃহত্তম অফিস ভবনের নাম সুরাট ডায়মন্ড বোর্স।
  • “ভাগনার” (Wagner) রাশিয়াভিত্তিক ভাড়াটে যোদ্ধাদের সংস্থা।
  • মাইক্রো ব্লগিং সাইট “Threads”র মালিকানা প্রতিষ্ঠান Meta
  • বর্তমানে CPTPP চুক্তি স্বাক্ষর করা দেশের সংখ্যা ১২ টি।
  • ২০২৩ সালের বৈশ্বিক শান্তি সূচকে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ আইসল্যান্ড এবং সর্বনিম্ন দেশ আফগানিস্তান। 
  • ২০২৩ সালের বৈশ্বিক শান্তি-সূচকে বাংলাদেশের অবস্থান ৮৮ তম।
  • SOFR এর পূর্ণরূপ হচ্ছে-   Secured overnight financing rate
  • বিশ্বের প্রথম বাজারজাতকৃত ডেঙ্গুটিকার নাম Dengvaxia.  (sanofi)।
  • ৩ জুলাই ২০২৩ ছিল পৃথিবীর উষ্ণতম দিন। ওই দিন বৈশ্বিক গড় তাপমাত্রা প্রথমবারের মতো ১৭.১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে।

খেলাধুলা:

  • নারী ওয়ানডেতে এবং T-20 তে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি করেন ফারজানা হক পিংকি
  • আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে প্রথমবার টানা চারটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিতে বাংলাদেশ।
  • ২০২৩ সালে পুরুষ এককে প্রথমবারের মতো উইম্বলডন জয় করেন কার্লেস আলকারাজ (স্পেন)।
  • নারী এককে প্রথমবারের মতো কোনো অবাছাই খেলোয়াড় চেক প্রজাতন্ত্রের মার্কেতা ভন্দ্রোসোভা চ্যাম্পিয়ন হন।
  • উয়েফা অনূর্ধ্ব ২১ চ্যাম্পিয়ন শিপে চ্যাম্পিয়ন হয় ইংল্যান্ড এবং রানার্স আপ হয় স্পেন।
  • ১৪ তম সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী দেশ হচ্ছে ভারত।

দিবস:

  • ১১ জুলাই; বিশ্ব জনসংখ্যা দিবস। 
  • ২৯ জুলাই: বিশ্ব বাঘ দিবস।

Leave a Comment