জুন মাসের (২০২৩)গুরুত্বপূর্ণ তথ্যাবলি:
- দেশের ৫৪ তম সরকারি বিশ্ববিদ্যালয় “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়” এর প্রশাসনিক কার্যক্রম শুরু।
- বাংলাদেশ হাইওয়ে পুলিশ “হ্যালো এইচপি” অ্যাপ চালু করে।
- বাংলাদেশের ১২ তম ভৌগোলিক নির্দেশক(GI) পণ্য হিসেবে সনদ পায় “শেরপুরের তুলসীমালা ধান“।
- মার্কিন ফেডারেল বিচারক হিসেবে মনোনীত হন প্রথম বাংলাদেশি নুসরাত জাহান চৌধুরী।
- নেপাল থেকে ভারতীয় গ্রিডের মাধ্যমে বাংলাদেশে বিদ্যুৎ যাওয়ার বিষয়ে নেপাল ও ভারতের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়।
- বিশ্ব ব্যাংকের ১৪ তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অজয় বাঙ্গা।
- তৃতীয় মেয়াদে তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রিসেপ তায়েপ এরদোয়ান।
- ঢাকা চিলাহাটি রুটে নতুন যাত্রীবাহী ট্রেন “চিলাহাটি এক্সপ্রেস” এর উদ্বোধন করা হয়।
- সৌদি আরবে পুনরায় ইরানের দূতাবাস চালু হয়
- জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ কর্তৃক উত্থাপিত “শান্তির সংস্কৃতি” রেজুলেশন সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
- নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে অনুমোদন পায় লালন বিজ্ঞান ও কলা বিশ্ববিদ্যালয়।(১১৩ তম)
- ১৭/৬/২০২৩ শনিবার বাংলাদেশ ১৮ তম টেস্ট জয় করে।
- ভারতের বেঙ্গালুরুতে ১৪তম সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হয়।
সাম্প্রতিক
- মেট্রোরেলের জন্য গঠিত পুলিশের বিশেষ ইউনিটের নাম এমআরটি (MRT)পুলিশ।
- দুর্নীতি দমন কমিশনের প্রথম নারী কমিশনার মোছাঃ আছিয়া খাতুন।
- ২০২৩–২৪ অর্থবছরে জাতীয় বাজেটের পরিমাণ ৭,৬১,৭৮৫ কোটি টাকা।
- ২০২৩–২৪ অর্থ বছরে জাতীয় বাজেটে সাধারণ করমুক্ত আয়সীমা ৩ লক্ষ ৫০ হাজার টাকা।
নারী ও ৬৫ বছর বা তদুর্ধ্ব ব্যক্তিদের জন্য করমুক্ত আয়সীমা ৪ লক্ষ টাকা।
প্রতিবন্ধী ব্যক্তি ও তৃতীয় লিঙ্গ ৪ লক্ষ ৭৫ হাজার যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত ৫ লক্ষ
- ধান উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩য়।
- বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর বয়স্ক ভাতার পরিমাণ ৬০০ টাকা।
- পাটুরিয়া গোয়ালন্দ রুটে প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য ৫.৫০ কিলোমিটার।
- ৭৬তম কান চলচ্চিত্র উৎসব ২০২৩ এ স্বর্ণপাম লাভ করেন “এ্যানাটমি অফ দা ফল” চলচ্চিত্রটি
পরিচালক জাস্টিন ত্রিয়েত।
- ২০ জুন ২০২৩ পর্যন্ত বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল ৪২ টি।
- ২০২৩ সালের ফিফা অনূর্ধ্ব ২৩ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
- ২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেনে পুরুষ এককে চ্যাম্পিয়ন হন নোভাক জকোভিচ।
- ২০২৩ সালের ফ্রেঞ্চ ওপেনে নারী এককে চ্যাম্পিয়ন হন ইগা সিওনতেক।
- বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে ২০০ তম আন্তর্জাতিক ম্যাচ খেলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
- ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস। এবারের প্রতিপাদ্য– প্লাস্টিক দূষণের সমাধানে শামিল হই সকলে।
- ১৮ জুন (জুন মাসের তৃতীয় রবিবার): বিশ্ব বাবা দিবস।
২৩ জুন: পলাশী দিবস।