আগস্ট মাসের (২০২৩) গুরুত্বপূর্ণ তথ্যাবলি

বাংলাদেশ  বিষয়াবলি:

  • দেশের ১৭ তম জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় নাটোরের কাঁচাগোল্লা
  • ১৩ আগস্ট ২০২৩সর্বজনীন পেনশন স্কিম বিধিমালা, ২০২৩এর প্রজ্ঞাপন গেজেট আকারে প্রকাশিত হয় এবং ১৭ আগস্ট পেনশন কর্মসূচি উদ্বোধন করা হয়
  • দেশের প্রথম শুল্কনীতি প্রণয়ন করা হয় আগস্ট ২০২৩
  • বৈজ্ঞানিক পদ্ধতিতে বাংলাদেশের জামালপুরে নির্মিত প্রথম উদ্যানের নাম চৈতন্য নার্সারি ফোর টাঙ্কস গার্ডেন
  • নিজস্ব সক্ষমতায় প্রথমবারের মতো মুন্সীগঞ্জ ক্যাটেল, দেশী ভেড়া এবং হাঁস এই দেশীয়  প্রজাতিগুলোর পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স উন্মোচন করা হয়
  • শেখ ফজিলাতুন নেছা মুজিবকে নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম বঙ্গমাতা
  • দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
  • মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট পরীক্ষামূলকভাবে চালু করা হয় ২৯ জুলাই ২০২৩ কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ি ধলঘাটা ইউনিয়নে বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হচ্ছে এই বিদ্যুৎ কেন্দ্রের ক্ষমতা ১২০০ মেগাওয়াট

 

আন্তর্জাতিক বিষয়াবলি:

  • ১০ আগস্ট ২০২৩ প্রথমবারের মতো একসঙ্গে মহাকাশে ঘুরে আসা মা মেয়ের নাম যথাক্রমে  কেইশা  শাহাফ এবং  অ্যনাস্তাতিয়া মায়ারস
  • সৌদি আরব প্রথমবারের মতো ফিলিস্তিনে রাষ্ট্রদূত নিয়োগ দেন ১২ আগস্ট ২০২৩
  • ১৭ আগস্ট ২০২৩ চাঁদে পাঠানো রাশিয়ার মহাকাশ যানলুনা২৫চাঁদের বুকে বিধ্বস্ত হয়
  • ২০২৩ সালের আগস্ট মাসে (২২২৪ আগস্টব্রিকস শীর্ষ সম্মেলন দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে অনুষ্ঠিত হয়এবারের সম্মেলনে ছয়টি দেশকে ব্রিকসের নতুন সদস্য হিসেবে আমন্ত্রণ জানানো হয় দেশগুলো হচ্ছে মিশর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব জানুয়ারি ২০২৪ দেশগুলোর সদস্যপদ কার্যকর হবে
  • ব্রিকসের বর্তমান চেয়ারম্যানের নাম সিরিল রামাফোসা (দক্ষিণ আফ্রিকার বর্তমান প্রেসিডেন্ট)
  • ২৩ আগস্ট ২০২৩ ভারতের চন্দ্রযান৩ এর ল্যান্ডার ‘ বিক্রম ‘  চাঁদের রহস্যময় দক্ষিণ মেরুতে অবতরণ করে। ভারতের চন্দ্রযান উৎক্ষেপণ করা হয় ১৪ জুলাই ২০২৩চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা বিশ্বের প্রথম দেশ এবং চাঁদের বুকে সফলভাবে অবতরণ করা চতুর্থ দেশ ভারত
  • ২৫ জুলাই ২০২৩ শ্রীলংকা ১৭৮ তম দেশ হিসেবে CTBT অনুমোদন করে
  • জাতিসংঘের সংস্থা UNESCO স্কুলে স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধের প্রস্তাব দিয়েছে
  • সামরিক অভ্যুত্থানের মাধ্যমে পশ্চিম আফ্রিকার স্থলবেষ্টিত দেশ নাইজারের ক্ষমতা নেওয়া সামরিক জান্তর নাম জেনারেল তচিয়ানি
  • ECOWAS হচ্ছে পশ্চিম আফ্রিকার বাণিজ্যিক সংগঠন এর পূর্ণরূপ – Economic Community of West African States.
  • ১৮ তম G -20 শীর্ষ সম্মেলন ১০ সেপ্টেম্বর ভারতের নয়া দিল্লিতে অনুষ্ঠিত হবে
  • ২০২৪ সালে ১৯ তম G-20 শীর্ষ সম্মেলন ব্রাজিলের রিও ডি জেনেরিও শহরে অনুষ্ঠিত হবে

 

সাম্প্রতিক গুরুত্বপূর্ণ তথ্যাবলি

  • দেশের তৃতীয় চা নিলাম কেন্দ্র পঞ্চগড়ে অবস্থিত 
  • বিশ্বের বৃহত্তম পাটকল বাংলাদেশের গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে অবস্থিত
  • দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্রের নাম  ‘ তিস্তা সোলার লিমিটেড’এটি গাইবান্ধার সুন্দর গঞ্জে অবস্থিত
  • দেশের প্রথম সরকারি সৌর বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটির কাপ্তাই এলাকায় অবস্থিত
  • দেশের প্রথম বৈদ্যুতিক চার্জিং স্টেশন ঢাকার তেজগাঁও এলাকায় অবস্থিত 
  • বর্তমানে দেশে নিবন্ধনকৃত চা বাগানের সংখ্যা ১৬৮ টি
  • ১২ ডিসেম্বর কে স্মার্ট বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করা হয়।
  • বিশ্বের ব্যস্ততম কন্টেইনার বন্দর সাংহাই বন্দর, চীন
  • রপ্তানিতে শীর্ষ দেশ চীন
  • আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র
  • তৈরি পোশাক  ও বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ চীন
  • একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক ও বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র
  • একক দেশ হিসেবে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান ২য়
  • একক দেশ হিসেবে বিশ্বে বস্ত্র আমদানিতে বাংলাদেশের অবস্থান ৩য়

 

খেলাধুলা:

  • ফিফা নারী বিশ্বকাপ২০২৩ অনুষ্ঠিত হয় অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেচ্যাম্পিয়ন হয় স্পেন
  • ফিফা নারী বিশ্বকাপ২০২৩ গোল্ডেন বল লাভ করেন স্পেনের আইতানা বোনমাতি
  • ২০২৩ সালের বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয় হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে
  • ২০২৩ সালে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বিশ্বের দ্রুততম মানব হননোয়াহ লাইলস  (যুক্তরাষ্ট্র)
  • দ্রুততম মানবী হন—  শাকারি রিচার্ডসন (যুক্তরাষ্ট্র)
  • ২০২৫ সালে ১৩ তম আইসিসি নারী বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে

 

দিবস(জাতীয়): 

  • ১৫ আগস্ট জাতীয় শোক দিবস

আন্তর্জাতিক:

  • ১ আগস্ট : বিশ্ব মাতৃদুগ্ধ দিবস
  • ৬ আগস্ট : হিরোশিমা দিবস
  • ৬ আগস্টবিশ্ব বন্ধু দিবস (আগস্ট মাসের প্রথম রবিবার)
  •   আগস্ট : নাগাসাকি দিবস
  •   আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস 
  • ১২  আগস্ট : আন্তর্জাতিক যুব দিবস প্রতিপাদ্য— Green Skills for Youth: Towards a Sustainable World.
  • ১২ আগস্ট : বিশ্ব হাতি দিবস
  • ১৯ আগস্ট : বিশ্ব মানবতা দিবস 
  • ২০ আগস্ট : বিশ্ব মশা দিবস প্রতিপাদ্যএখনো জানার অনেক বাকি, সত্যিই মশা রহস্যময় এক ঘাতক

৩০ আগস্ট বলপূর্বক অন্তর্ধানের শিকার ব্যক্তিবর্গের আন্তর্জাতিক দিবস

Leave a Comment